কুড়িগ্রামের ফুলবাড়ীতে ৬ বােতল ফেনসিডিলসহ এক পুলিশ কনস্টেবলকে আটক করেছে বিজিবি।
বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধীন কাশিপুর ক্যাম্পের সদস্যরা উপজেলার কুটিচন্দ্রখানা এলাকা থেকে তাকে আটক করেন।
পরে বৃহস্পতিবার বিকেলে পুলিশ কনস্টেবলকে ফুলবাড়ী থানায় হস্তান্তর করে বিজিবি।
আটক কনস্টেবলের নাম জাহাঙ্গীর আলম (৩৭)। তিনি কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার নামাজের চর পুলিশ ফাঁড়িতে কর্মরত। তার বিপি নম্বর-৬৮৬।
পুলিশ জানায়, জাহাঙ্গীরের বাড়ি পঞ্চগড় জেলার আটােয়ারী উপজেলার তরিয়া গ্রামে । তিনি ওই গ্রামর মৃত হাবিল উদ্দিনের ছেলে।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার ফুয়াদ রুহানী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ওই পুলিশ সদস্যের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।