মাদারীপুরের শিবচর উপজেলার হোগলার মাঠ গ্রামে মৃত্যুর দেড় মাস পর কবর থেকে শিশু তামিমের (৪) লাশ উত্তোলন করা হয়েছে। সোমবার (২৩ সেপ্টেম্বর) সকাল পৌনে ১০ টার দিকে আদালতের নির্দেশে ওই লাশ তোলা হয়।
মৃত তামিম ওই গ্রামের সৌদি প্রবাসী সায়াদ মাঝির ছেলে।
মামলার বিবরণ থেকে জানা যায়, গত ৬ আগস্ট দুপুরে মা তানিয়া বেগম চাচা আরশেদ মাঝির কাছে শিশু তামিমকে রেখে পাটের আঁশ ছড়াতে যান। এ সময় আরশেদ মাঝি বাড়ির মসজিদে বসে বিশ্রাম নিচ্ছিলেন।
২ ঘণ্টা পর শিশুটির মা ছেলের খোঁজ নিতে এসে দেখেন মসজিদে মৃত অবস্থায় পড়ে আছে।
পরে শিশু তামিমকে স্বাভাবিকভাবেই পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। কিছুদিন পর মায়ের সন্দেহ হয় তার ছেলেকে হত্যা করা হয়েছে। এতে তিনি আদালতে মামলা দায়ের করলে আদালত কবর থেকে লাশ উত্তোলনের নির্দেশ দেন। এর প্রেক্ষিতে শিশুটির লাশ কবর থেকে তোলা হয়েছে।
শিবচর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল নোমান এবং শিবচর থানার পরিদর্শক (তদন্ত) আমির হোসেন সেরনিয়াবাদের উপস্থিতিতে তামিমের লাশ কবর থেকে উত্তোলন করা হয়।
পরে লাশটি ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়।