কুষ্টিয়ায় মাদক মামলায় ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
রোববার (২২ সেপ্টেম্বর) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক অরূপ কুমার গোস্বামী দুই আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- দৌলতপুর উপজেলার আতারপাড়া চিলমারি গ্রামের মৃত আহাম্মদ হাওলাদারের ছেলে আলমগীর (৩৫), আকবর আলীর ছেলে সেলিম উদ্দিন (৪০), জাহাঙ্গীর হাওলাদারের ছেলে আজিম উদ্দিন, মসলেম খাঁর ছেলে সাইফুল এবং আজিজুল হাওলাদারের ছেলে সুফিয়ান।
এদের মধ্যে আজিম উদ্দিন, সাইফুল, সুফিয়ান পলাতক রয়েছেন।
আদালত সূত্রে জানা যায়, ২০১৮ সালের ৫ জানুয়ারি সন্ধ্যায় ভারত-বাংলাদেশ সীমান্তের ম্যাপশিট নং ৭৮ডি/১২ এবং সাব পিলার নং ৮১/২ এর কাছে ফেনসিডিল পাচার করছিলেন দণ্ডপ্রাপ্তরা। পরে বিজিবির টহল দল তাদের ধাওয়া করে। ধাওয়া খেয়ে পালানোর সময় পাচারকারীরা ৫০২ বোতল ফেনসিডিল ফেলে যায়। পরে স্থানীয়দের তথ্য মতে পাঁচ আসামিকে চিহ্নিত করে বিজিবি। এরপর উদ্ধারকৃত আলামতসহ ৫ জনের নাম উল্লেখ করে দৌলতপুর থানায় মামলা করা হয়। মামলাটি তদন্ত শেষে ২০১৮ সালের ২৮ ফেব্রুয়ারি আদালতে চার্জশিট দাখিল করে পুলিশ। আজ এ মামলার রায় ঘোষণা করা হয়।