পদ্মায় নাব্যতা সংকট ও স্রোতের কারণে কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌরুট টানা ১০ঘণ্টা বন্ধ থাকার পর সীমিত আকারে ফেরি চলাচল আবারও শুরু হয়েছে। রোববার (২২ সেপ্টেম্বর) সকাল সোয়া ১১টা থেকে মাত্র দুইটি ফেরি চলাচল শুরু করেছে।
বিআইডব্লিউটিসি'র কাঁঠালবাড়ি ঘাট সূত্র জানিয়েছে, কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌরুটের লৌহজং চ্যানেলের মুখে নাব্যতা সংকট তীব্র আকার ধারণ করায় শনিবার রাত ৩টা থেকে বন্ধ রাখা হয়েছিল সকল ধরনের ফেরি চলাচল। তবে রোববার বেলা সোয়া ১১টা থেকে কাঁঠালবাড়ি ঘাট থেকে শিমুলিয়া ঘাটের উদ্দেশে 'ফেরি এনায়েতপুরী' ও 'ফরিদপুর' নামে দুটি ফেরি আবারও যানবাহন পারাপারের কাজ শুরু করে।
এদিকে, ফেরি চলাচল বন্ধ থাকায় দুপাড়ে আটকা রয়েছে প্রায় পাঁচ শতাধিক যানবাহন।
বরিশাল থেকে ছেড়ে আসা ট্রাক চালক মহিবুল্লাহ জানায় ‘গতকাল রাত ৯টায় ঘাটে আসি। এখনও সিরিয়াল পাইনি। তবে ফেরি চলাচল শুরু হয়েছে। কিছুক্ষণ পর হয়তো ফেরিতে উঠতে পারব।’
বিআইডব্লিউটিসির কাঁঠালবাড়ি ঘাট ব্যবস্থাপক আব্দুস সালাম মিয়া জানান, লৌহজং টার্নিং পয়েন্টে চ্যানেলের মুখে নাব্য সংকটের কারণে রাত তিনটা থেকে বন্ধ রাখা হয়েছিল ফেরি চলাচল। তবে এখন সীমিত আকারে চলছে ফেরি। তবে নাব্যতা সংকট ও স্রোতের কারণে মাঝে মাঝে এ সমস্যা দেখা দেয়।