কুষ্টিয়ায় হাউজিং ডি-ব্লক এলাকা থেকে জুয়েল(৩৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে শহরের হাউজিং ডি-ব্লক এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত জুয়েল কুমারখালী উপজেলার ছেঁউড়িয়ার জয়নাবাদ মণ্ডল পাড়া এলাকার মিলনের ছেলে। তিনি পেশায় একজন রিকশাচালক।
নিহতের পরিবার ও স্থানীয়রা জানায়, শনিবার (২১ সেপ্টেম্বর) দিবাগত রাতে রিকশা চালিয়ে বাড়ি ফিরে না আসলে বিভিন্ন জায়গায় জুয়েলকে খোঁজ করতে থাকে তার পরিবার। সকালে লাশ উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহতের পরিবারের সদস্যরা এটি জুয়েলের লাশ বলে শনাক্ত করে।
প্রাথমিকভাবে পুলিশ ও স্থানীয়রা ধারণা করছে, মধ্য রাতের কোন এক সময়ে রিকশাচালক জুয়েলকে হত্যা করা হয়েছে।
এবিষয়ে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন জানান, আজ সকালের দিকে কুষ্টিয়া শহরের হাউজিং ডি-ব্লক এলাকার মাঠে এক যুবকের জবাইকৃত লাশ দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। তবে কি কারণে তাকে হত্যা করা হয়েছে তা এখন পর্যন্ত জানা যায়নি। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।