বরগুনার আমতলীতে সোবহান ও ইউসুফ নামের দুই ভাই বজ্রপাতে নিহত হয়েছেন।
শুক্রবার (২০ সেপ্টেম্বর) বিকেল ৩টা ১৫ মিনিটে এ ঘটনা ঘটে। নিহত সোবহান ও ইউসুফ গুলিশাখালী এলাকার মৃত ইউনুস আলী খানের ছেলে।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, উপজেলার গুলিশাখালী এলাকায় নিজ বাড়ির পাশে মাঠে কাজ করছিলেন তারা। বিকেলে হঠাৎ মুষলধারে বৃষ্টিপাত শুরু হয়। এ সময় বিকট শব্দে বজ্রপাত হয়। বজ্রপাতে ঘটনাস্থলেই আপন দুই ভাই সোবহান ও ইউসুফ নিহত হয়।
আমতলী থানার অফিসার ইনচার্জ মো. আবুল বাশার বার্তাটোয়েন্টিফোর.কম-কে বিষয়টি নিশ্চিত করেন।