ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার কাঠালডাঙ্গী সীমান্তে কামাল হোসেন (৩২) নামে এক বাংলাদেশির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২০ সেপ্টেম্বর) সকালে ওই সীমান্তের ৩৭০ নম্বর পিলার এলাকা থেকে এই মরদেহ উদ্ধার করা হয় বলে জানান হরিপুর থানার ওসি আমিরুজ্জামান।
নিহত কামাল হোসেন গেরুয়াডাঙ্গী গ্রামের মৃত হাকিম উদ্দিনের ছেলে।
পুলিশ জানায়, শুক্রবার ভোরে কাঠালডাঙ্গী সীমান্তের ৩৭০ নম্বর পিলার এলাকার কাঁটাতারের পাশ থেকে পুলিশ কামালের মরদেহ উদ্ধার করে। তবে নিহত কামালের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহটি তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে কামালকে কারা হত্যা করেছে এটা এখনো পরিষ্কার নয় বলে জানিয়েছে পুলিশ।
এ ব্যাপারে ঠাকুরগাঁও-৫০ বিজিবির অধিনায়ক লে.কর্নেল এস এম সামিউন্নবী চৌধুরী বলেন, এক বাংলাদেশি মৃত্যুর সংবাদ পেয়েছি। এ বিষয়ে বিজিবি-বিএসএফের কোম্পানী কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক আহবান করা হয়েছে। সেখানে বিষয়টি খোলাসা হবে বলে জানান তিনি।