বরগুনার জেলার আমতলী-তালতলীতে মোটরসাইকেল দুর্ঘটনায় খলিলুর রহমান (৪২) নামের এক পথচারীর মৃত্যু হয়েছে। এই ঘটনায় চালকসহ মোটরসাইকেলের এক যাত্রীও আহত হয়েছেন। আহতদের বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে নেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে। নিহত খলিলুর রহমান উপজেলার গেন্ডামারা গ্রামের আক্কেল আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, আমতলী বাঁধঘাট চৌরাস্তা থেকে যাত্রী নিয়ে মোটরসাইকেল চালক জহিরুল ইসলাম তালতলীর নিদ্রাসকিনা যাচ্ছিলেন। আমতলী-তালতলী সড়কের গেন্ডামারা এলাকায় পৌঁছালে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পথচারী খলিলুর রহমানের গায়ে উঠিয়ে দেন চালক জহিরুল। এই ঘটনায় পথচারীসহ চালক ও মোটরসাইকেল যাত্রী নাসির মোল্লা গুরুতর আহত হন।
স্থানীয়রা এ সময় তাদের দ্রুত উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক পথচারী খলিলুর রহমানকে মৃত ঘোষণা করেন। অপর দুই আহতদের সংকটজনক অবস্থায় বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়।
আমতলী হাসপাতালের উপ-সহকারী মেডিকেল অফিসার গৌরাঙ্গ হাজরা এই ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
তালতলী থানার ওসি শেখ শাহিনুর রহমান বলেন, ‘সড়ক দুর্ঘটনায় একজনের নিহতের খবর পেয়েছি। মৃতদেহ আমতলী হাসপাতালে রয়েছে। এ বিষয়ে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’