কুষ্টিয়ায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে যুথি মালা (১১) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। এ নিয়ে গত এক মাসে কুষ্টিয়ায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৪ জনের মৃত্যু হয়েছে।
মৃত যুথি মালা ভেড়ামারা উপজেলার নবগঙ্গা গ্রামের জয়নাল আলীর মেয়ে এবং স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্রী।
পরিবার সূত্রে জানা যায়, গত ১৩ সেপ্টেম্বর যুথি মালার ডেঙ্গু ধরা পড়ে। তারপর কুষ্টিয়া জেনারেল হাসপাতালে তাকে ভর্তি করা হয়। ১৫ সেপ্টেম্বর চিকিৎসা শেষে তাকে বাড়িতে নিয়ে যাওয়া হয়। আজ দুপুরে তার অবস্থার অবনতি হলে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দেয় এবং উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেলে রেফার্ড করে। পরে রাজশাহী নেয়ার পথে তার মৃত্যু হয়।
এদিকে গত ২৪ ঘণ্টায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালসহ জেলার বিভিন্ন হাসপাতালে শিশুসহ আরও ২৭ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। এ পর্যন্ত জেলায় মোট ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ১০০২ জন।
কুষ্টিয়া সিভিল সার্জন ডা. রওশন আরা জানান, মাঝে ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা কিছুটা কমলেও গত এক সপ্তাহ ধরে আবার বেড়েছে।