বরগুনার আমতলী উপজেলার চাওড়া পাতাকাটায় ইয়াসিন নামের দেড় বছরের এক শিশুর পানিতে ডুবে মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সকালে নিজ বাড়ির পুকুরের পানিতে পড়ে তার মৃত্যু হয়। মৃত শিশু ইয়াসিন উপজেলার চাওড়া পাতাকাটা গ্রামের খলিল গাজীর ছেলে।
পরিবার সূত্রে জানা যায়, শিশুকে না পেয়ে স্বজনরা বিভিন্ন স্থানে খুঁজতে থাকে। প্রায় এক ঘণ্টা পরে শিশুটিকে পুকুরে ভাসতে দেখে মরদেহ উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।
আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কমিউনিটি মেডিকেল অফিসার গৌরাঙ্গ হাজরা বার্তাটোয়েন্টিফোর.কম-কে বলেন, শিশুটি হাসপাতালে পৌঁছানোর আগেই মারা যায়।