মাদারীপুর জেলার শিবচর উপজেলায় পানিতে ডুবে সাইদুল ইসলাম (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে এই ঘটনা ঘটে।
সে শিবচর উপজেলার কাদিরপুর ইউনিয়নের হযরত আলী বেপারীর কান্দি গ্রামের মেহুক শেখের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, নিহত সাইদুলের মা দুপুরে তাদের বাড়িতে পাটের আঁশ ছড়াতে ব্যস্ত ছিলেন। এ সময় সাইদুল খেলতে খেলতে বাড়ির পাশে পুকুরের পানিতে পড়ে ডুবে যায়। এ সময় পরিবার শিশুটিকে না পেয়ে খুঁজতে শুরু করে। কিছুক্ষণ পর তার মরদেহটি পুকুরের পানিতে ভেসে ওঠে। বিকাল সাড়ে চারটার দিক শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিশুটিকে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী মেডিকেল অফিসার সুমন আহমেদ জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই শিশুটির মৃত্যু হয়।