বিপ্লব কোন অলীক স্বপ্ন নয়। এটা সত্য যে তরুণ বিপ্লবীর কাছে বিপ্লব খুব রোমাঞ্চকর একটি ব্যাপার।কিন্তু সময়ের প্রয়োজনে বিপ্লব কখনো কখনো কাঙ্ক্ষিত ব্যবস্থা হয়ে দাঁড়ায়।
সোমবার (১৬ সেপ্টেম্বর) স্বাধীনতা সংগ্রামী শহীদ বাঘা যতিনের ১০৪ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শহীদের জন্মস্থান কুষ্টিয়ার কুমারখালির কয়া গ্রামে কয়া মহাবিদ্যালয়ে আয়োজিত এক নাগরিক সমাবেশে এই কথা বলেন ব্যারিস্টার তুরিন আফরোজ। নাগরিক সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া ৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আফতাব জর্জ।
ব্যারিস্টার তুরিন তার বক্তব্যে আরও বলেন, আজকে আমরা স্বাধীন স্বাধীন বাংলাদেশে বসবাস করছি। কিন্তু বিপ্লবের প্রয়োজন ফুরিয়ে যায়নি। বিপ্লব করতে হবে দেশ প্রেম জাগ্রত রাখার জন্য, মুক্তিযুদ্ধের চেতনা প্রতিষ্ঠা করার করার জন্য, মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি রোধ করবার জন্য এবং জয় বাংলা স্লোগানের মর্মার্থ ছড়িয়ে দেবার জন্য ।
সমাবেশে অন্যন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সাধারণ সম্পাদক কাজী মুকুল, সমাজ কর্মী জালাল উদ্দিন খান, নারী নেত্রী মমতাজ বেগম প্রমুখ।