কুষ্টিয়ার কুমারখালী উপজেলার বাগুলাট ইউনিয়নের নিতাইলপাড়া গ্রামের আব্দুস সাত্তারের ছেলে মাদরাসা ছাত্র সাব্বির আহমেদ (১৩) ১৪ দিন ধরে নিখোঁজ রয়েছে।
গত ২ সেপ্টেম্বর নিখোঁজ হয় সে। সাব্বির আহমেদের ফিরে আসার অপেক্ষায় রয়েছে তার পরিবার।
জানা গেছে, সাব্বির আহমেদ পার্শ্ববর্তী ধলনগর দারুল উলুম রশীদিয়া কারিমিয়া কওমি মাদরাসার ছাত্র। নিখোঁজের দিন তার পরনে লুঙ্গি ও মাথায় টুপি ছিল।
নিখোঁজের বড় ভাই মিজানুর রহমান জানান, গত ২ সেপ্টেম্বর ফজরের পর পার্শ্ববর্তী ধলনগর দারুল উলুম রশীদিয়া কারিমিয়া কওমি মাদরাসা থেকে বের হয় সাব্বির আহমেদ। এরপর থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। সাব্বির আহমেদ ঘরে ফিরে আসবে সেই অপেক্ষায় রয়েছে তার পরিবার।