প্রতিরোধ না থাকায় গাংনীতে ছড়িয়ে পড়ছে ডেঙ্গু

মেহেরপুর, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, মেহেরপুর | 2023-08-24 10:23:38

গত ২৪ ঘণ্টায় মেহেরপুরের গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আরও ১১ জন নতুন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ২৬৯ জন। এদের মধ্যে গাংনী উপজেলাতেই শনাক্ত ১৯৮ জন। এর বেশিরভাগই স্থানীয়ভাবে আক্রান্ত।

প্রয়োজনীয় প্রতিরোধ ব্যবস্থা না থাকা ও জনসচেতনতার অভাবে ডেঙ্গু ছড়িয়ে পড়ছে বলে মনে করেন চিকিৎসকরা।

গাংনী হাসপাতাল সূত্রে জানা গেছে, গাংনী উপজেলার বিভিন্ন গ্রামে ছড়িয়ে পড়েছে এডিস মশা। প্রতিদিনই এর ব্যাপকতা বৃদ্ধি পাচ্ছে। প্রতিদিনই নতুন ডেঙ্গু রোগী শনাক্ত হওয়ায় বিপাকে পড়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এখনো ভর্তি রয়েছে ডেঙ্গু আক্রান্ত ৮ জন। এছাড়াও অন্যান্য রোগী ভর্তি রয়েছে অর্ধশতাধিক। নানা সীমাবদ্ধতা নিয়ে অব্যাহত রোগীর চাপ সামলাতে গিয়ে দিশেহারা কর্তৃপক্ষ।

অপরদিকে ডেঙ্গু আক্রান্ত পরিবারগুলোতে আতঙ্ক বিরাজ করছে। দিনমজুর পরিবারের মানুষ আক্রান্ত হওয়ায় চরম অর্থকষ্টে পড়েছে তারা।

গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. বিডি দাস জানান, শনিবার (১৪ সেপ্টেম্বর) সারা দিনে অর্ধশত মানুষ ডেঙ্গু সন্দেহে হাসপাতালে আসে। হাসপাতাল ও বিভিন্ন বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে তাদের শরীরের রক্ত পরীক্ষা করা হয়। এর মধ্যে ১১ জনের ডেঙ্গু ধরা পড়ে। এদের মধ্যে ৭ জন ও আগের একজন বর্তমানে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গুর চিকিৎসা নিচ্ছে। বাকিদের বাসায় চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী চিকিৎসা সেবা চলছে।

তিনি আরও জানান, প্রয়োজনীয় প্রতিরোধ ব্যবস্থা না থাকা ও জনসচেতনতার অভাবে গাংনীতে ডেঙ্গু ছড়িয়ে পড়ছে।

 

এ সম্পর্কিত আরও খবর