বরগুনার তালতলী উপজেলায় জুয়ার আসর থেকে ১০ জুয়াড়িকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) রাত ২টার দিকে হুলাটানা গ্রাম থেকে তাদের আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার হুলাটানা গ্রামের ইব্রাহিম পহলানের বাড়িতে জুয়ার আসর বসছে এমন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত ২টার দিকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় ওই আসর থেকে পুলিশ ২ হাজার ৮৮০ টাকা ও জুয়া খেলার সরঞ্জামসহ ৩ বান্ডিল তাস উদ্ধার করেন।
পরে শনিবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে প্রেরণ করা হয়।
তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) শেখ শাহিনুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ১০ জুয়াড়িকে আটক করা হয়েছে। পরে আজ সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে।