কুষ্টিয়ায় ভেড়ামারায় এক অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১৩ সেপ্টেম্বর) দুপুরের দিকে হার্ডিঞ্জ ব্রিজ-লালন শাহ সেতুর মাঝামাঝি পদ্মা নদীর পশ্চিম পাড়ের কূল থেকে ভাসমান অবস্থায় মরদেহ দেখতে পেয়ে ভেড়ামারা থানায় খবর দেয়। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজম খান জানান, স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে আমরা সেখান থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।