মাদারীপুর জেলার কালকিনি উপজেলার ডাসার থানার পাথুরিয়াপাড় বাজারে রাতে আগুন লেগে ৮টি দোকান পুড়ে গেছে। এতে প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
জানা যায়, শুক্রবার (১৩ সেপ্টেম্বর) ভোর পাঁচটার দিকে একটি দোকানে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত। সেখান থেকেই আশপাশের আরও ৭টি দোকানে আগুন লাগে।
খবর পেয়ে মাদারীপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট ও এলাকাবাসী প্রায় আধা ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ইমরান বলেন, ‘আগুনে একটি টিভি ফ্রিজের শোরুম, কয়েকটি মুদি দোকান, একটি টেলিকমুনিকেশন দোকান, একটি কসমেটিকস দোকান, দুটি ফলের দোকানসহ মোট ৮টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে।
মাদারীপুর ফায়ার ষ্টেশনের সাব অফিসার মো. শিরাজুল ইসলাম বলেন, ‘ভোর ৫টার দিকে মুসল্লিরা নামাজ পড়তে এসে দেখেন বাজারে আগুন লেগেছে। তখন তারা ফোনে বিষয়টি আমাদের অবগত করলে দ্রুত পদক্ষেপ নেয়ার কারণে আগুন নিয়ন্ত্রণ আনা সম্ভব হয়েছে। তবে ৮টি দোকান পুড়ে গেছে।'