সড়ক ও মহাসড়কে যানবাহনে শৃঙ্খলা ফেরাতে নির্দিষ্ট অপরাধের ওপর কাজ করছে পটুয়াখালী জেলা ট্রাফিক পুলিশ। এরই ধারাবাহিকতায় এবার সড়কে চলাচলকারী বাস, ট্রাকসহ অন্যান্য যানবাহনের হাইড্রলিক হর্ন এবং উচ্চ আলোর নিষিদ্ধ হেড লাইটের বিরুদ্ধে অভিযান পরিচালনা করছে ট্রাফিক পুলিশ।
পটুয়াখালী ট্রাফিক ইনস্পেকটর হেলাল উদ্দিন বলেন, ‘এর আগে মোটরসাইকেল চালকদের হেলমেট ব্যবহারে উৎসাহিত করতে এবং আইন মেনে চলার প্রবণতা সৃষ্টির লক্ষে অভিযান পরিচালনা করা হয়েছে। এ বিষয়ে সফলতাও মিলেছে।’
এবার হাইড্রলিক হর্ন এবং অবৈধ হেডলাইট নিয়ে অভিযান পরিচালনা করা হচ্ছে। এ বিষয়ে যানবাহনের মালিক এবং চালকরাও ট্রাফিক পুলিশকে সহযোগিতা করছে বলেও জানান তিনি।
প্রাথমিক পর্যায়ে সবাইকে সচেতন করা হচ্ছে। এরপরও যদি যানবাহন থেকে অবৈধ এসব হর্ন এবং লাইট খুলে ফেলা না হয় তবে আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান হেলাল।
উচ্চ মাত্রার হর্ন ও উচ্চ আলো ব্যবহারের ক্ষতিকারক দিক নিয়ে বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন, ‘বিকট শব্দের এসব হর্ন ব্যবহারের ফলে মানুষের কানে বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হচ্ছে। এর মধ্যে শিশুরা সব থেকে বেশি ঝুঁকিতে রয়েছে।’
তারা আরও বলেন, ‘অপরদিকে উচ্চ আলোর হেডলাইট ব্যবহারের কারণে রাতের বেলা বিপরীত দিক থেকে আসা যানবাহনগুলো ঠিকভাবে দেখতে পায়না। এ কারণে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা বৃদ্ধি পায়।’