কুষ্টিয়ায় রাসেল হোসেন (৩৫) নামে এক ফার্মেসি মালিককে ৩ মাসের কারাদণ্ড ও ১ লাখ ৬৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়াও ওই দোকান থেকে বিপুল পরিমাণ ব্যথানাশক ওষুধ, সরকারি ওষুধসহ মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ করা হয়।
রোববার (৯ সেপ্টেম্বর) বিকেলে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল গেট সংলগ্ন রাসেল ফার্মেসিতে এ অভিযান চালানো হয়।
দণ্ডপ্রাপ্ত রাসেল হোসেন কুষ্টিয়া শহরের নতুন কোর্টপাড়া এলাকার আবুল হোসেনের ছেলে। তিনি কুষ্টিয়া জেনারেল হাসপাতাল গেট সংলগ্ন রাসেল ফার্মেসি পরিচালনা করেন।
কুষ্টিয়া জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ঋজু তামান্নার নেতৃত্বে জেলা ওষুধ তত্ত্বাবধায়ক মো. ওয়াহিদুর রহমানসহ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যরা মিলে অভিযান পরিচালনা করেন।
অভিযানের সময় বিপুল পরিমাণ ব্যথানাশক ওষুধ, সরকারি ওষুধসহ মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ করা হয়। এছাড়াও একটি কার্টুন থেকে দুই বোতল ভারতীয় আমদানি নিষিদ্ধ ফেনসিডিল উদ্ধার করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট ঋজু তামান্না এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।