মাদারীপুরের শিবচর পৌর এলাকার যাদুয়ারচর ব্রিজ এলাকায় বজ্রপাতে মজিদ মিয়া (২৪) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
শিবচর হাসপাতাল সূত্রে জানা যায়, সোমবার (৯ সেপ্টেম্বর) বেলা ৩টার দিকে যাদুয়ারচর এলাকার ব্রিজ পার হচ্ছিলেন তিনি। এসময় হঠাৎ ঝড়ো হাওয়া ও বৃষ্টি শুরু হয়। এ সময় বজ্রপাতে মজিদ মিয়া গুরুতর আহত হন। পরে এলাকাবাসী তাকে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত মজিদ উপজেলার যাদুয়ারচর এলাকার ইরাদ সরদারের দোকানের কর্মচারী। তার বাড়ি কুড়িগ্রাম জেলায় বলে জানা যায়।