ঠাকুরগাঁওয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের পিলারের সঙ্গে একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় সেফালি বেগম (৪৫) নামে এক নারী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ২০ যাত্রী।
সোমবার (৯ সেপ্টেম্বর) ভোররাতে ঠাকুরগাঁও-দিনাজপুর মহাসড়কের বিজিবি গেটের পাশে হাজী মোড় নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সেফালি পঞ্চগড় জেলার তেতুলিয়া উপজেলার শালবাহান গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা জানায়, ভোর রাতে ঢাকা থেকে পঞ্চগড়ের উদ্দেশে ছেড়ে আসা হানিফ এন্টারপ্রাইজ নামে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ওই এলাকায় বিদ্যুতের পিলারের সঙ্গে ধাক্কা খায়। এতে বাসের এক নারী যাত্রী ঘটনাস্থলে মারা যায়। এছাড়া আহত হয় আরও ২০ যাত্রী। আহতদের উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশিকুর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।