ঢাকা থেকে পটুয়াখালীগামী ডাবল ডেকার যাত্রীবাহী লঞ্চের ডেক থেকে অজ্ঞাত এক যুবতীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (৮ সেপ্টেম্বর) সকালে গলাচিপা লঞ্চঘাটে এমভি বাগেরহাট-২ লঞ্চ থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। মরদেহ উদ্ধারের পর ময়না তদন্তের জন্য পটুয়াখালী হাসপাতালে পাঠানো হয়েছে।
গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) আখতার মোরশেদ লঞ্চ কর্তৃপক্ষের বরাত দিয়ে জানান, রাত ১২টার দিকে ওই তরুণী অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেন। এ বিষয়ে লঞ্চ কর্তৃপক্ষ অস্বাভাবিক মৃত্যুর একটি অভিযোগ দিয়েছেন। মরদেহের পরিচয় শনাক্তের জন্য ফিঙ্গার প্রিন্ট ও ডিএনএসহ যাবতীয় আলামত সংগ্রহ করা হয়েছে। মেডিকেল রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে।