হঠাৎ করেই কুষ্টিয়ায় শিশুদের ভাইরাসজনিত শ্বাসতন্ত্রের রোগ ব্রংকিওলাইটিসের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। গত দুই সপ্তাহে ৮ শতাধিক রোগী শনাক্ত হয়েছে। বর্তমানে ২৫০ শয্যার কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ২১ বেডের শিশু ওয়ার্ডে দুই শতাধিক রোগী ভর্তি রয়েছে।
বেডের বাইরে বারান্দা ও ওয়ার্ডের বারান্দাসহ খোলা স্থানে রোগীদের এই বিশাল চাপ সামলাতে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসক ও সেবিকাদের
অতিরিক্ত গরম, আবহাওয়ার হঠাৎ পরিবর্তনে প্রথমে শ্বাসকষ্ট ও সর্দি-কাশি দিয়ে এ রোগের সৃষ্টি হচ্ছে। আর প্রাথমিক পর্যায়ে চিকিৎসা না নিলে এ রোগে শিশুদের মৃত্যু হতে পারে বলে জানিয়েছে চিকিৎসকরা।
হাসপাতাল সূত্রে জানা যায়, কুষ্টিয়ায় গত দুই সপ্তাহ আগে হঠাৎ করেই শিশুদের মধ্যে এই ব্রংকিওলাইটিস রোগের প্রাদুর্ভাব দেখা দেয়। এরপর থেকে প্রায় প্রতিদিনই এ রোগীর সংখ্যা বাড়তে থাকে। গত ২৪ ঘণ্টায় ৪৬ শিশু ভর্তি হয়েছে। আর গত দুই সপ্তাহে ৮ শতাধিক রোগী শনাক্ত হয়েছে।।
বর্তমানে ২১ বেডের ওয়ার্ডে ২২২ জন শিশু রোগী ভর্তি রয়েছে। এদের ৮০ শতাংশই এ রোগে আক্রান্ত। বাকিরা নিউমোনিয়াসহ বিভিন্ন রোগে আক্রান্ত।
আবু সালেহীন নামে এক রোগীর স্বজন জানান, ডাক্তারদের চিকিৎসাসেবা ভালো হলেও হাসপাতালের নোংরা অস্বাস্থ্যকর পরিবেশে দুধের শিশু নিয়ে থাকা দায় হয়ে পড়েছে। এতো রোগী নিয়ে চিকিৎসাসেবা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসক-সেবিকারা।
মিরপুর উপজেলার কেউপুর এলাকার জামিরন খাতুন তার শিশু কন্যাকে এই হাসপাতালে ভর্তি করেছেন। অতিরিক্ত ভ্যাপসা গরমে তার মেয়ে অসুস্থ হয়ে পড়লে এই হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু বেড না পেয়ে হাসপাতালের বারান্দাতেই মাদুর পেতে স্থান করে নিয়েছেন তিনি।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. নুরুন-নাহার বেগম জানান, প্রতিবছরই এ সময়ে এই রোগ দেখা দেয়। তবে এবার একটু আগেই এ রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। অতিরিক্ত গরম বা শীতে এ রোগ হয়।
শিশুরা যাতে এ রোগে আক্রান্ত না হয় সেজন্য তাদের বেশি গরম বা বেশি ঠান্ডা পরিবেশে রাখা থেকে দূরে থাকতে হবে। হঠাৎ পরিবর্তিত আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে মায়েদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তিনি।