কুষ্টিয়ার ভেড়ামারায় শিশুকে গরম পানি ঢেলে ঝলসে দেয়ার অভিযোগে মোছা বালা খাতুন নামে এক নারীকে ১৪ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়াও আদালত ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেন।
বুধবার (৪ সেপ্টেম্বর) দুপুরে কুষ্টিয়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান আসামির উপস্থিতিতে এ দণ্ড দেন।
দণ্ডপ্রাপ্ত বালা খাতুন কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার রাম কৃষ্ণপুর গ্রামের মৃত জবান কারিকরের স্ত্রী।
আদালত সূত্রে জানা যায়, ২০১৭ সালের ১৪ অক্টোবর আসামি বালা খাতুনের নাতি লিখনের সঙ্গে খেলাধুলা করার সময় রাফিয়া খাতুন নামে এক শিশুর ঝগড়া হয়। এ সময় বালা খাতুন শিশু রাফিয়ার গায়ে গরম পানি ছুড়ে মারে। এতে তার সারা শরীর ঝলসে যায়। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায় ভেড়ামারা থানায় মামলা দায়ের করেন শিশু রাফিয়ার দাদা মো. শামীম হোসেন। ভেড়ামারা থানা পুলিশ ২০১৭ সালের ২৬ নভেম্বর আদালতে চার্জশিট জমা দেয়। আজ এ মামলার রায় ঘোষণা করা হয়।