মেহেরপুরের গাড়াডোব মাধ্যমিক বিদ্যালয়ের সাড়ে ৫০০ ছাত্রছাত্রী ও শিক্ষকদের জন্য আর্সেনিক ও আয়রণমুক্ত নিরাপদ পানির ব্যবস্থা করা হয়েছে। ইম্প্যাক্ট ফাউন্ডেশন বাংলাদেশ নামের একটি প্রতিষ্ঠান প্রায় 8 লাখ টাকা ব্যয়ে বিদ্যালয় প্রাঙ্গণে একটি শিক্ষক প্লান্ট স্থাপন করেছে। যার মাধ্যমে নিরাপদ পানি পাচ্ছে ছাত্র-ছাত্রী ও শিক্ষকরা।
বৃহস্পতিবার (২৯ আগস্ট) সিডকো প্লান্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মেহেরপুর ২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন।
গাড়াডোব মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিলরুবা ইয়াসমিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, গাংনী উপজেলা নির্বাহী অফিসার দিলারা রহমান, ইম্প্যাক্ট ফাউন্ডেশন বাংলাদেশ মেহেরপুর কার্যালয়ের ভারপ্রাপ্ত প্রশাসক শফিকুল ইসলাস ও গাংনী উপজেলা ম্যানেজার শামীম আহম্মেদসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
প্রতিষ্ঠানটি নিজেদের অর্থে সিডকো প্লান্টটি তৈরি করে ছাত্রছাত্রী ও শিক্ষকদের জন্য বিনামূল্যে পানির ব্যবস্থা করেছে।