মেহেরপুরের গাংনী উপজেলায় একদিনেই আটজন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে।
মঙ্গলবার (২৮ আগস্ট) রক্ত পরীক্ষায় আট জনের শরীরে ডেঙ্গু এনএস-১ পজেটিভ পান চিকিৎসকরা। এ নিয়ে গাংনী উপজেলায় মোট ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়ালো ১১৮ জনে। আর জেলায় মোট ডেঙ্গু রোগীর সংখ্যা ১৮৩ জন। এর আগে ২৪ আগস্ট একদিনে গাংনী উপজেলায় ১১ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছিল।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আর এম ও) ডা. বিডি দাস বলেন, 'প্রতিদিনই হাসপাতালে সম্ভাব্য ডেঙ্গু রোগীর ভিড় বাড়ছে। হাসপাতাল ও বেসরকারি ক্লিনিকে তাদের রক্ত পরীক্ষা করা হচ্ছে। রক্ত পরীক্ষা করে আজ আট জনের শরীরে ডেঙ্গু শনাক্ত হয়েছে। এদের মধ্যে কয়েকজনকে ভর্তি করা হয়েছে আর বাকিরা বাড়িতেই চিকিৎসা নিচ্ছেন।'
ডেঙ্গু প্রতিরোধ ব্যবস্থা দুর্বল উল্লেখ করে তিনি বলেন, 'প্রতিদিনই রোগীর সংখ্যা বাড়ছে। প্রতিরোধ ব্যবস্থার দুর্বলতার কারণে উপজেলার বিভিন্ন গ্রামে ছড়িয়ে পড়েছে এডিস মশা।'
এদিকে মেহেরপুর জেনারেল হাসপাতালে গত দুইদিনে চারজন রোগী শনাক্ত হয়েছে।