বরগুনা এস এন্ড বি পেট্রোল পাম্পকে মাপে কম ও লাইসেন্সের নবায়ন না থাকার অভিযোগে পাম্পের মালিককে ৩৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২৭ আগস্ট) বিকেল ৫টা দিকে সদর উপজেলার লাকুরতলা এলাকার পেট্রোল পাম্পে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাবেয়া আসফার সায়মা আদালত পরিচালনা করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট রাবেয়া আসফার সায়মা বার্তাটোয়েন্টিফোর.কমকে বলেন, ‘বরগুনা এস এন্ড বি পেট্রোল পাম্পে অভিযান চালানো হয়। এ সময় বরগুনা এস এন্ড বি পেট্রোল পাম্পের লাইসেন্স নবায়ন ও গ্রাহকদের কাছে তেল বিক্রির সময় ওজনে কম দেওয়ার অপরাধে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।’