মাদারীপুরের কাঁঠালবাড়ি ফেরিঘাট সংলগ্ন পদ্মা নদী থেকে অজ্ঞাত যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২৪ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে লাশ উদ্ধার করা হয়।
জানা গেছে, পদ্মাসেতুর ৩০-৩১ নং পিলারের কাছে একটি লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয় নৌরুটে চলাচলকারী যাত্রীরা। খবর পেয়ে সন্ধ্যা ৬টায় শিবচর থানার এসআই খলিলসহ একটি টিম ঘটনাস্থলে যায়। পরে কাঁঠালবাড়ি নৌ পুলিশ ফাঁড়ির সদস্যদের সহযোগিতায় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে লাশটি উদ্ধার করা হয়।
শিবচর থানার উপপরিদর্শক (এসআই) খলিল মিয়া জানান, মনে হয় দুই-তিন দিন আগে কে বা কারা লাশটি নদীতে ফেলে রেখে যায়। লাশটির হাত পা বাঁধা ছিল। এছাড়া মুখটি পোড়ানো। বয়স আনুমানিক ৪০ হবে।