কুষ্টিয়ার কুমারখালীতে অবৈধভাবে বালু উত্তোলন করার দায়ে চারজনকে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (২৪ আগস্ট) দুপুরে নির্বাহী হাকিম ও কুমারখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নূর-এ-আলম এ রায় দেন। আসামিদের কারাগারে পাঠানো হয়েছে।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন- নাটোর জেলার সিংড়া উপজেলার মজিবর রহমানের ছেলে আরমান আলী (২৫), কুমারখালী উপজেলার বাঁশআড়া এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে সাজমুল ইসলাম (২০), একই এলাকার কবুস আলীর ছেলে জাহাঙ্গীর আলম (২০) ও কুমারখালী এলাকার জয়নাল হোসেনের ছেলে সাইদুল ইসলাম (২২)।
কুমারখালী সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নূর-এ-আলম বার্তাটোয়েন্টিফোর.কমকে জানান, কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়নের গড়াই ব্রিজ সংলগ্ন গড়াই নদী থেকে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিলেন দণ্ডপ্রাপ্তরা। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে পুলিশ তাদেরকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করে ওই দণ্ড দেয়া হয়। এছাড়াও অবৈধ ড্রেজারটি নষ্ট করে দেওয়া হয়।
নদী ভাঙন রোধে ও নদ নদী সুরক্ষায় উপজেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।