ফরিদপুরের ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৩ আগস্ট) সকাল সাড়ে ৯টায় শহরের শ্রীঅঙ্গন মন্দির চত্বরে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভা শেষে শহরে একটি বর্ণাঢ্য র্যালির উদ্বোধন করেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সভাপতি ও ফরিদপুর সদর আসনের এমপি ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন।
র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শ্রীঅঙ্গন গিয়ে শেষ হয়। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক অতুল সরকার, পুলিশ সুপার আলিমুজ্জামান, পৌর মেয়র শেখ মাহতাব আলী মেথু, জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাড. সুবল চন্দ্র সাহা প্রমুখ।
সমাবেশে খন্দকার মোশাররফ হোসেন প্রধান অতিথির বক্তব্যে বলেন, ‘সনাতন ধর্মের মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের আজ শুভ জন্মতিথি। এই মহাপুণ্য তিথিতে কংসের কারাগারে বন্দি দেবকী ও বাসুদেবের বেদনাহত কোল আলো করে এসেছিলেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ।’
তিনি বলেন, ‘আজ এই দিনটি হিন্দুদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। হিন্দু ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন, দুষ্টদের দমন আর সজ্জনদের রক্ষার জন্যই প্রায় সাড়ে পাঁচ হাজার বছর আগে দ্বাপর যুগে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে অবতার ভগবান শ্রীকৃষ্ণ আবির্ভূত হয়েছিলেন।’
এদিকে, শ্রীকৃঞ্চের জন্মাষ্টমীর র্যালি ও মঙ্গল শোভাযাত্রা উপলক্ষে ব্যাপক নিরাপত্তা নেওয়া হয়।