নোয়াখালীর কোম্পানীগঞ্জে অপহরণ মামলায় ১৪ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. কাউছার মিয়াকে (৫০) গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (২১ আগস্ট) বিকেলে তাকে আদালতের মাধ্যমে নোয়াখালী জেলা কারাগারে পাঠানো হয়েছে। কাউছার মিয়া চরকাঁকড়া ২নং ওয়ার্ডের মুন্সি স্বর্ণকার বাড়ির মৃত আলামিন উল্যাহ চৌধুরীর ছেলে।
এর আগে মঙ্গলবার (২০ আগস্ট) রাতে ডিউটি পালনকালে উপ-পুলিশ পরিদর্শক (এসআই) মো.ইমরান হোসেন ও (এএসআই) মো.আজিম গোপন সংবাদের ভিত্তিতে চরকাঁকড়া ইউনিয়নের ২নং ওয়ার্ডে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। কাউছার নারী ও শিশু অপহরণ মামলার ১৪ বছরের সাজা প্রাপ্ত পলাতক আসামি এবং তার বিরুদ্ধে তিনটি মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে। তিনি দীর্ঘ দিন যাবত ঢাকায় আত্মগোপনে ছিল।
কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘মামলায় সাজাপ্রাপ্ত হওয়ার পর থেকেই সে পলাতক ছিল।’