জামালপুরের দেওয়ানগঞ্জে হালিমা (৩০) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২১ আগস্ট) দুপুরে পাররামপুর ইউনিয়নের তারাটিয়া গ্রামের আলতাব হোসেনের বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। সে ওই গ্রামের ইদ্রিস আলীর স্ত্রী ও বানিয়া পাড়া গ্রামের হাসেম আলীর মেয়ে ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রথম স্ত্রী থাকা শর্তেও এক বছর আগে ওই ইউনিয়নের বানিয়া পাড়া গ্রামের হাসেম আলীর একমাত্র কন্যা হালিমা আক্তার ওরফে হালিমনকে দ্বিতীয় বিয়ে করেন ইদ্রিস আলী।
হালিমাকে নিয়ে স্থানীয় পার্শ্বের এলাকার আলতাব হোসেনের বাড়িতে ভাড়া থাকতেন তিনি। প্রতিদিনের মতো মঙ্গলবার দিবাগত রাতে ওই ভাড়া বাড়িতে ঘুমায় সে। বুধবার সকালে তার ঘরের দরজা বন্ধ থাকায় স্থানীয়রা তাকে ডাকতে থাকেন। একপর্যায়ে তারা ঘরের জানালা দিয়ে দেখতে পায় সিলিং ফ্যান সঙ্গে সে ঝুলে আছে। পরে তারা পুলিশকে খবর দেয়।
দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এম ময়নুল ইসলাম সরকার ঘটনাটি নিশ্চিত করে বলেন,“মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।'