মায়ের সাথে অভিমান করে পদ্মা নদীতে ঝাঁপ দিয়েছেন আশিক (১৭) নামে এক কিশোর।
রোববার (১৮ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। আশিকের নিখোঁজ হওযার বিষয়টি নিশ্চিত করেছেন সপ্তবর্ণা লঞ্চে সুপারভাইজার মো. দুরন্ত।
পারিবারিক সূত্রে জানা যায়, ঢাকা থেকে বরগুনাগামী সপ্তবর্ণা লঞ্চে আশিক ও তার মা আশা বেগম বরগুনা আসছিলেন। পদ্মা নদীর মাঝের চর নামকস্থান পাড়ি দেওয়ার সময় আশিক তার মা’র এর কাছে ১০ টাকা চান। মা টাকা না দেওয়ায় অভিমান করে পদ্মায় নদীতে ঝাঁপ দেন আশিক।
বরগুনা সদর উপজেলার বদরখালী ইউনিয়নের ফুলঝুড়ি গ্রামের মো. রাজ্জাকের ছেলে আশিক।
আশিককে উদ্ধারে পদ্মা নদীতে খোঁজাখুঁজি চলছে।