দিনাজপুরের হিলিতে অজ্ঞাত এক যুবতীর মরদেহ উদ্ধার করেছেন হিলি থানা পুলিশ।
শুক্রবার (১৬ আগস্ট) রাত ৮ টার দিকে পৌর এলাকা থেকে অজ্ঞাত মরদেহটি উদ্ধার করা হয়।
হিলি-হাকিমপুর থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বার্তাটোয়েন্টিফোর.কম-কে বলেন, পালপাড়া-বৈগ্রাম সকড়ের খ্রিষ্টান গির্জা সংলগ্ন একটি ব্রিজের নিচে একটি মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ মরদেহটি উদ্ধার করেন।
শনিবার (১৭ আগস্ট) মরদেহটি ময়না তদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।