কুষ্টিয়ায় ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েই চলছে। গত ২৪ ঘণ্টায় ২৫০ শয্যার কুষ্টিয়া জেনারেল হাসপাতালে শিশুসহ আরো ২৬ জন নতুন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন।
মঙ্গলবার (১৩ আগস্ট) থেকে বুধবার (১৪ আগস্ট) দুপুর পর্যন্ত এই ২৬ জন রোগী ভর্তি হন। বর্তমানে এই হাসপাতালে ৮ শিশুসহ মোট ৫৯ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। এ পর্যন্ত মোট ২৯৮ জন ডেঙ্গু রোগী এই হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এদের মধ্যে ২৩৯ রোগী সুস্থ্য হয়ে বাড়ি ফিরে গেছেন।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা: তাপস কুমার সরকার জানান, গত ৩ সপ্তাহ ধরে গড়ে প্রতিদিন প্রায় ২০জন করে ডেঙ্গু রোগী এই হাসপাতালে ভর্তি হচ্ছেন। বেশির ভাগ রোগী ঢাকা থেকে আক্রান্ত হয়ে এখানে এসেছেন।
এই পরিস্থিতি মোকাবিলাই ঈদে বেশিরভাগ ডাক্তার নার্সদের ছুটি বাতিল করা হয়েছে। পরীক্ষা-নিরীক্ষার জন্য সার্বক্ষণিক চালু রাখা হয়েছে ল্যাব। আক্রান্তরা সবাই আশংকামুক্ত। কুষ্টিয়ায় এখন পর্যন্ত ডেঙ্গুতে কেউ মারা যাননি।