মাদারীপুরের কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌরুটে স্পিডবোট ডুবির ঘটনায় নিখোঁজ শিশুকে উদ্ধারে অভিযান চালানো সম্ভব হয়নি। পদ্মা নদী উত্তাল থাকার কারণেই মূলত অভিযান চালানো সম্ভব হচ্ছে না।
মঙ্গলবার (১৩ আগস্ট) দুপুরে সরেজমিনে গিয়ে এ চিত্র দেখা গেছে।
জানা গেছে, আজ সকাল সাড়ে ৮টার দিকে শিমুলিয়া থেকে ১৬ জন যাত্রী নিয়ে একটি স্পিডবোট কাঁঠালবাড়ির উদ্দেশে রওনা দেয়। বোটটি পদ্মা নদীর মাঝপথে এলে প্রচণ্ড ঢেউয়ের কারণে ডুবে যায়। এতে রনি (৮) নামে এক শিশু নিখোঁজ হয়। এ ঘটনার পর ২ ঘণ্টা ওই রুটে সকল ধরনের নৌযান চলাচল বন্ধ রাখা হয়।
এ বিষয়ে শিবচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল নোমান জানান, পদ্মা নদী এখন উত্তাল রয়েছে। তাই উদ্ধার অভিযান চালানো সম্ভব হচ্ছে না। তবে উদ্ধার অভিযান পরিচালনার জন্য সেনাবাহিনী ও নৌবাহিনী প্রস্তুত রয়েছে।
আরও পড়ুন:পদ্মায় স্পিডবোট ডুবি, নিখোঁজ ১