মেহেরপুরের শুভরাজপুর সীমান্ত থেকে ৮ পিস সোনার বারসহ নামাজ আলী (২৭) নামে এক চোরাকারবারিকে আটক করেছে বিজিবি।
রোববার (১১ আগস্ট) বিকেলে শুভরাজপুরের ২৩২ নম্বর আন্তর্জাতিক সীমানা পিলার এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক নামাজ আলী শুভরাজপুর গ্রামের নজিবদ্দীনের ছেলে।
বিজিবি কাথুলী কোম্পানি কমান্ডার সুবেদার আইয়ুব হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ওই ৮ পিস সোনার বারের ওজন ও দাম তাৎক্ষণিকভাবে বলা যাচ্ছে না।