মেহেরপুরের গাংনী উপজেলার বিভিন্ন গ্রামে ছড়িয়ে পড়েছে এডিস মশা। এসব গ্রামের কয়েকজন আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন গাংনী হাসপাতালে। প্রতিদিনই বাড়ছে রোগীর সংখ্যা। ফলে স্বল্প জনবল নিয়ে কাজ করা এই হাসপাতালে আরও সংকট দেখা দিয়েছে।
তবে হাসপাতাল সূত্রে জানা গেছে আশার কথা। ভর্তি হওয়া রোগীদের সকলের ক্যাটাগরি ‘এ’। তাদের শারীরিক অবস্থা উন্নতির দিকেই যাচ্ছে।
গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. সজীব উদ্দীন স্বাধীন বলেন, ‘গাংনী উপজেলার বিভিন্ন গ্রামে এডিস মশার প্রকোপ বেড়েছে। ন্যাশনাল ডেঙ্গু গাইডলাইন অনুযায়ী আমরা রোগীদের চিকিৎসা দিচ্ছি। তবে আমাদের এখানে লোকবলের ব্যাপক সমস্যা রয়েছে। ফলে চিকিৎসকদের কাজ করতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে।’
উল্লেখ্য, মেহেরপুর জেলায় এ পর্যন্ত ৫৪ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছে। গত একদিনের ব্যবধানে জেলায় ৬ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে গাংনী হাসপাতালে ৪ জন এবং মেহেরপুর জেনারেল হাসপাতালে ২ জন ভর্তি হয়েছে।