কুষ্টিয়ায় ডেঙ্গুজ্বরে আক্রান্ত রোগীদের বিভিন্ন প্রলোভন দিয়ে সরকারি হাসপাতাল থেকে প্রাইভেট ক্লিনিকে নিয়ে যাওয়ার অভিযোগে রফিকুল ইসলাম আকাশ (২২) নামের এক দালালকে ১ মাসের কারাদণ্ড প্রদান করেছে আদালত।
বুধবার (৭ আগস্ট) বিকেলে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল থেকে হাতেনাতে আটক করে পুলিশ।
পরে হাসপাতাল চত্বরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে দালাল রফিকুল ইসলাম আকাশকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কুষ্টিয়া সদর উপজেলার নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জুবায়ের হোসেন চৌধুরী।
তিনি বলেন, ‘হাসপাতাল থেকে কতিপয় দালাল রোগীদের ভাগিয়ে নিয়ে যাওয়ার অভিযোগ পেয়ে আমরা কুষ্টিয়া সদর হাসপাতালে অভিযান চালাই।’
এসময় আমরা রফিকুল ইসলাম আকাশ নামের এক দালালকে আটক করি। পরে আমাদের কাছে রফিকুল ইসলাম আকাশ তার বিরুদ্ধে আনীত অভিযোগ স্বীকার করে নেওয়ায় তাকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ মুছাব্বিরুল ইসলাম, কুষ্টিয়া সদর হাসপাতালের মেডিসিন বিভাগের ডাঃ এ এস এম মুসা কবির, কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দিন।