মাদারীপুর জেলার শিবচরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রিপন হাওলাদার (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
রোববার (৪ আগস্ট) রাত ১১টার দিকে তাকে গুরুতর অবস্থায় শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। গভীর রাতে তার মৃত্যু হয়।
নিহত রিপন উপজেলার সন্যাসীরচর ইউনিয়নের রাজারচর এলাকার হবি হাওলাদারের ছেলে।
শিবচর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা এমএ মোকাদ্দেস জানান, ঢাকা থেকে জ্বরে আক্রান্ত হয়ে রোববার ওই হাসপাতালে ভর্তি হয় রিপন হাওলাদার। তবে অবস্থা গুরুতর থাকায় রাতেই মারা যান তিনি।