‘যেকোনো মূল্যে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে হবে’

কুষ্টিয়া, দেশের খবর

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, কুষ্টিয়া | 2023-08-25 22:12:28

যেকোনো মূল্যে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে হবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

তিনি বলেছেন, ‘ইতোমধ্যে আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছি। এখন প্রয়োজন নিরাপদ, ভেজালমুক্ত ও পুষ্টিমানসম্পন্ন খাদ্য উৎপাদন নিশ্চিত করা।’

রোববার (৪ আগস্ট) সকালে কুষ্টিয়া সার্কিট হাউস সম্মেলন কক্ষে জেলার খাদ্য বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। কুষ্টিয়া জেলা প্রশাসন ও জেলা খাদ্য নিয়ন্ত্রণ অধিদফতর এ মতবিনময় সভার আয়োজন করে।

খাদ্যমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার ক্ষুধা, দারিদ্র্যমুক্ত ও সুস্থ জাতি গঠনের মধ্য দিয়ে বাংলাদেশকে উন্নত রাষ্ট্র গড়ার লক্ষ্যে কাজ করছে। এ ক্ষেত্রে সবাইকে এক হয়ে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানাচ্ছি।’

এ সময় আরও উপস্থিত ছিলেন- কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. আসলাম হোসেন, জেলা পুলিশ সুপার এসএম তানভির আরাফাত, বাংলাদেশ হাস্কিং ও অটো রাইস মিল মালিক সমিতির সভাপতি আব্দুর রশিদসহ বিভিন্ন চাউল মালিক সমিতির সদস্য ও মালিকরা।

এ সম্পর্কিত আরও খবর