রাজবাড়ীর সরকারি হাসপাতালে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা শুরু

রাজবাড়ী, দেশের খবর

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, রাজবাড়ী | 2023-08-29 08:06:32

রাজবাড়ীর পাঁচ উপজেলার- পাংশা, বালিয়াকান্দি, কালুখালী, গোয়ালন্দ ও সদর স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে বৃহস্পতিবার (১ আগস্ট) থেকে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা শুরু হয়েছে। এরই মধ্যে স্বাস্থ্য অধিদফতর থেকে ডেঙ্গু পরীক্ষার কীট রাজবাড়ী সিভিল সার্জনের কার্যালয়ে এসে পৌঁছেছে।

এই বিষয়ে রাজবাড়ী সিভিল সার্জন ডা. মো. মাহফুজার রহমান বার্তাটোয়েন্টিফোর.কম-কে বলেন, 'গতকাল বুধবার (৩১ জুলাই) আমরা স্বাস্থ্য অধিদফতর থেকে প্রথম ধাপে ১২০টি ডেঙ্গু পরীক্ষার কীট হাতে পেয়েছি। এরই মধ্যে কীটগুলো আমরা পাঁচটি উপজেলার সরকারি হাসপাতালগুলোতে বিতরণ করেছি। প্রাপ্ত কীটগুলোর মধ্যে সদর হাসপাতালে ৪৫টি, পাংশাতে ৩০টি, বালিয়াকান্দিতে ১৫টি, গোয়ালন্দে ২০টি ও কালুখালীতে ১০টি পাঠিয়েছি।'

তিনি আরও বলেন, 'এতে আজ থেকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীরা বিনামূল্যে পরীক্ষা করতে পারবেন। তবে আমাদের যারা সংশ্লিষ্ট চিকিৎসক রয়েছে তারা যাদেরকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বলে মনে করবে, শুধু তাদেরই বিনামূল্যে পরীক্ষা করা হবে।'

উল্লেখ্য, রাজবাড়ীর পাঁচটি উপজেলাতে মোট ৩১ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগী শনাক্ত করেছে সিভিল সার্জনের কার্যালয়। তবে ডেঙ্গু জ্বরে আক্রান্ত সবাই শঙ্কামুক্ত বলে জানান সিভিল সার্জন।

এ সম্পর্কিত আরও খবর