পঞ্চগড়ের তালমা নদী থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার পরিচয় জানান যায়নি। তার বয়স আনুমানিক ৪০ বছর।
সোমবার (২৯ জুলাই) সকালে সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের আমবাড়ি নামক এলাকায় তালমা নদীতে মরদেহ ভাসতে দেখা যায়।
স্থানীয়রা জানান, সকালে তালমা নদীতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ পানিতে ভাসতে দেখে এলাকাবাসী পঞ্চগড় সদর থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে জেলা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠায়।
এবিষয়ে পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু আক্কাস আহম্মদ বার্তাটোয়েন্টিফোর.কমকে জানান, মরদেহটির পরিচয় জানা যায়নি। তবে ভারত থেকে এই মরদেহ ভেসে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।’