পঞ্চগড়ে ট্রেনের ধাক্কায় সেরাজুল ইসলামে (৩৫) ও হামিদুল ইসলাম (৫০) নামে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার (২৭ জুলাই) সন্ধ্যায় সদর উপজেলার নয়নীবুরুজ রেলস্টেশন সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত সেরাজুল ইসলামের বাড়ি সদর উপজেলার মাগুরা ইউনিয়নের তেলিপাড়া এলাকায় এবং হামিদুল ইসলাম সদর একই এলাকার পাঁচমাহিনা গ্রামের খামির উদ্দিনের ছেলে। তিনি বারোপাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন।
স্থানীয়রা জানান, মোটরসাইকেলে সেরাজুল ও হামিদুল ঝোলাই হাট থেকে বাড়ি ফেরার পথে নয়নীবুরুজ রেলস্টেশন এলাকায় রেললাইন পার হওয়ার সময় দুর্ঘটনার শিকার হন। পার্বতীপুরগামী ডেমু কমিউনিটি ট্রেনের ধাক্কায় সেরাজুল ইসলাম ঘটনাস্থলে ট্রেনে কাটা পড়ে মারা যান। হামিদুলকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু আক্কাস আহম্মদ বার্তাটোয়েন্টিফোর.কমকে ট্রেনের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।