পুকুরে গোসল করতে নেমে দিনাজপুরে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৬ জুলাই) দুপুরে শহরের সুইহারী গোয়াল পাড়ায় মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে।
নিহতেরা হলেন- জিসান (৫) ও আরাফাত (৩)। তারা ওই এলাকার জামাল মিয়ার ছেলে।
এলাকাবাসী জানায়, দুপুরে স্থানীয় পুকুরে গোসল করতে নামে দুই ভাই। এক পর্যায়ে ডুবে যায় তারা। পবিররের সদস্যারা অনেক খোঁজাখুঁজির পর দুই ভাইকে উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানকার চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় পরিবারসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।