বগুড়ায় ডেঙ্গু আক্রান্ত ১৯ রোগী শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তারা বেশ কয়েকদিন ধরে জ্বরে আক্রান্ত থাকার পর হাসপাতালে ভর্তি হন। সেখানে তাদের রক্ত পরীক্ষা করে শরীরে ডেঙ্গুর জীবাণু পাওয়া যায়। আক্রান্ত রোগীদের সবাই পুরুষ।
বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ সূত্রে জানা গেছে, হাসপাতালে এ পর্যন্ত ২৭ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন। এদের মধ্যে ২৫ জন পুরুষ ও ২ জন নারী। ডেঙ্গু আক্রান্ত ২ নারী ও ৪ জন পুরুষ চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। অপর দুইজনকে তাদের স্বজনেরা নিজ দায়িত্বে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে গেছেন।
শুক্রবার (২৬ জুলাই) পর্যন্ত ১৯ জন রোগী হাসপাতালে চিকিৎসাধীন আছেন। ডেঙ্গুতে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ১৫ জনই সম্প্রতি ঢাকা থেকে ফিরেছেন। এদের মধ্যে সর্বশেষ বৃহস্পতিবার রাত ১১টার দিকে এ হাসপাতালে ভর্তি হয়েছেন জিসান নামের ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী।
হাসপাতালের সহকারী পরিচালক ডা. আরিফুর রহমান তালুকদার বার্তাটোয়েন্টিফোর.কমকে বলেন, গত তিনদিনে জ্বরে আক্রান্ত হয়ে বেশ কিছু রোগী ভর্তি হন। এদের মধ্যে ২৭ জনের শরীরে ডেঙ্গুর জীবাণু মিলেছে। বর্তমানে ১৯ জন ডেঙ্গু রোগীকে হাসপাতালের মেডিসিন বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।
তিনি বলেন, আতঙ্কিত হওয়ার কিছু নেই, ডেঙ্গু রোগীদের চিকিৎসার জন্য সব রকম প্রস্তুতি নেওয়া আছে।