কুষ্টিয়ায় নারী হত্যায় ৩ জনের যাবজ্জীবন

কুষ্টিয়া, দেশের খবর

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-08-24 22:41:26

কুষ্টিয়ায় রেখা খাতুন নামের এক নারীকে হত্যার দায়ে তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা এবং অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুলাই) সকাল ১১টার দিকে আসামিদের উপস্থিতিতে কুষ্টিয়ার দায়রা জজ অরূপ কুমার গোস্বামী এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- ভেড়ামারা উপজেলার মইশডরা গ্রামের হাসেম সরদার (৪৮), দৌলতপুর উপজেলার শিতলীপাড়া গ্রামের মোফাজ্জেল হোসেন ওরফে মুফাজ (৫০) ও আকরামুল হক ওরফে আকেম (৪৮)।

মোফাজ্জেল ও আকরামুল দুই ভাই। মোফাজ্জেল হোসেনের বাড়িতে গৃহপরিচারিকার কাজ করতেন রেখা খাতুন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, শিলতীপাড়া গ্রামের রুস্তম আলীর স্ত্রী রেখা খাতুন বাড়ির পাশে মোফাজ্জেল হোসেনের বাড়িতে গৃহপরিচারিকার কাজ করতেন। ২০১৩ সালের ১৬ ডিসেম্বর সন্ধ্যায় বাড়ি থেকে বের হওয়ার পর রেখাকে আর খুঁজে পায়নি তার পরিবার।

পরের দিন সকালে গ্রামের সরিষা ক্ষেতে তার লাশ পাওয়া যায়। ওই দিনই রুস্তম আলী বাদী হয়ে দৌলতপুর থানায় হত্যা মামলা করেন।

এ সম্পর্কিত আরও খবর