ঝাড়ু হাতে জেলা পরিষদ চেয়ারম্যান

কুষ্টিয়া, দেশের খবর

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, কুষ্টিয়া | 2023-08-28 07:54:58

'দেশব্যাপী মশক নিধন ও পরিচ্ছন্নতা সপ্তাহ' পালনের অংশ হিসেবে কুষ্টিয়ায় মশক নিধন ও পরিচ্ছন্নতা সপ্তাহ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল ১১টায় জেলা পরিষদের সামনে এই কর্মসূচির উদ্বোধন করা হয়।

এ উপলক্ষে এক বর্ণাঢ্য র‌্যালি শহর প্রদক্ষিণ শেষে জিকে মাধ্যমিক বিদ্যালয়ে গিয়ে শেষ হয়।

এক বর্ণাঢ্য র‌্যালি শহর প্রদক্ষিণ করে 

 

সেখানে জিকে মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি এসএম কাদেরী শাকিল এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে কুষ্টিয়া জেলা পরিষদের চেয়ারম্যান হাজি রবিউল ইসলাম বলেন, জেলার সব নাগরিককে নিজ বসতবাড়ি ও আঙিনাসহ বাড়ির চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি সব সরকারি/বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীদের নিজ উদ্যোগে তাদের প্রতিষ্ঠান প্রাঙ্গণ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার অনুরোধ করেন তিনি।

পরিচ্ছন্নতা কর্মসূচির অভিযানে জেলা পরিষদের অন্যান্য কর্মকর্তা, জিকে স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি, প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষকেরা  অংশ নেয়।

কুষ্টিয়া জেলা পরিষদের উদ্যোগে সব ড্রেন, নালা, খাল, জলাশয়, মজা পুকুর থেকে কচুরিপানাসহ অন্যান্য ময়লা পরিষ্কার করণে উদ্যোগ নিতে এই মশক নিধন পরিচ্ছন্নতা সপ্তাহ পালন হচ্ছে।

এ সম্পর্কিত আরও খবর