মোবাইল ফোনে কথা বলতে বলতে মোটরসাইকেল থেকে ছিটকে ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন রবিউল ইসলাম (৩৫) নামে গ্রামীণফোনের এক কর্মকর্তা।
তিনি বগুড়া সদরের সাবগ্রাম ইউনিয়নের গোবরধনপুর গ্রামের নজমুল হোসেনের ছেলে।
বুধবার (২৪ জুলাই) রাত ১১টার দিকে বগুড়া-নওগাঁ মহাসড়কে বগুড়া সদরের এরুলিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। রবিউল ইসলাম গ্রামীণফোন দুপচাঁচিয়া শাখায় সেলস এক্সিকিউটিভ পদে চাকরি করতেন বলে জানা গেছে।
সদর থানার উপ-পরিদর্শক (এসআই) খোরশেদ আলম বার্তাটোয়েন্টিফোর. কমকে জানান, বুধবার রাতে এক সহর্কমীর সঙ্গে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন তিনি। পথে এরুলিয়া বাজারের শম্ভু ফ্লাওয়ার মিলের কাছে মোবাইল ফোনে কথা বলার সময় তিনি অসাবধানে মোটরসাইকেলের পেছন থেকে রাস্তায় পড়ে যান। এ সময় পেছন থেকে একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে গেলে ঘটনাস্থলেই তিনি মারা যান। তবে তার সঙ্গী অক্ষত রয়েছেন। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।