বন্যায় গাইবান্ধায় ৪৫ হাজার বসতবাড়ি ক্ষতিগ্রস্ত

গাইবান্ধা, দেশের খবর

তোফায়েল হোসেন জাকির, ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, গাইবান্ধা | 2023-08-28 16:00:58

চলমান বন্যায় গাইবান্ধার সাতটি উপজেলার প্রায় পাঁচ লাখ মানুষ পানিবন্দি রয়েছে। এতে প্রায় ৪৫ হাজার বসতবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। গত ১৫ দিন ধরে গৃহহারা এসব মানুষের ঠাঁই হয়েছে আত্মীয়-স্বজন কিংবা আশ্রয়কেন্দ্রে। আবার অনেকে বিভিন্ন রাস্তা-বাঁধে কোনোমতে মাথা গুঁজে রয়েছেন।

জানা যায়, গত কয়েক দিন বন্যার পানি ধীরে ধীরে কমতে থাকলেও মঙ্গলবার থেকে টানা বর্ষণে নদ-নদীর পানি আবারো বৃদ্ধির পথে। ফের বৃষ্টির ফলে আশ্রিত মানুষদের দুর্ভোগ চরমে উঠেছে। বন্যাক্রান্ত কিছু মানুষ আশ্রয়কেন্দ্রে জায়গা না পেয়ে তারা বিভিন্ন রাস্তাঘাট ও বাঁধের উপরে বসবাস করছে।

এসব মানুষরা মাথার ওপর পলিথিন ও ট্রিপল টাঙ্গিয়ে দিনাতিপাত করছেন। আবার অনেকে খোলা আকাশের নিচে নির্ঘুম রাত কাটাচ্ছেন। আকাশে কাল মেঘ জমলেই তাদের মধ্যে ভীতি বিরাজ করে। কারণ একটু বৃষ্টি হলেও তাদের ভিজে যাবে বিছানাপত্র।

এসব স্থানে বসবাসরত দুর্গত মানুষগুলোর মধ্যে নানান দুর্ভিক্ষ শুরু হয়েছে। তাদের নেই কোনো বাসস্থান। খাবার ও চিকিৎসাসহ নানান কিছুর অভাবে ভুগছেন। কেউ খাবার দেবে- এমন সন্ধানে তারা ছোটাছুটি করছে। এসব পরিবারের খেটে খাওয়া মানুষরা কোথাও শ্রম বিক্রি করতে পারছে না। কারণ চারদিকে থৈ থৈ পানি।

কৃষকের ফসলের মাঠ ডুবে আছে পানির নিচে। ফলে কারো কেনো শ্রমিকের প্রয়োজন হচ্ছে না। এ জন্য দিনমজুর মানুষদের শ্রমের চাহিদা নেই। বন্যায় আশ্রিত মানুষদের মধ্যে অনেকে বিভিন্ন হাট-বাজারে গিয়ে ভিক্ষবৃত্তি শুরু করেছে।

ক্ষতিগ্রস্ত আতিকুর রহমান বার্তাটোয়েন্টিফোর.কম-কে বলেন, ‘এবারের বন্যায় ঘরবাড়িসহ সহায় সম্বল হারিয়েছি। কবে কিভাবে ঘুরে দাঁড়াব এমন চিন্তায় রাতে ঘুমটুকুও হয় না।’

আশ্রিত বানভাসি খয়বর রহমান বার্তাটোয়েন্টিফোর.কম-কে জানান, ‘পানির তাণ্ডবে ঘরবাড়ি তলিয়ে আছে পানির নিচে। বসতভিটায় কখন উঠতে পারব তার কোনো অন্ত নেই।

গাইবান্ধার জেলা প্রশাসক আবদুল মতিন বার্তাটোয়েন্টিফোর.কম-কে বলেন, ‘বন্যা কবলিত মানুষদের মাঝে ত্রাণসহ বিভিন্ন ধরণের সহায়তা দেওয়া হচ্ছে, যা চলমান থাকবে।’

এ সম্পর্কিত আরও খবর